চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেককাটা, বেলুন উড়ানো, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। তিনি বলেন, মাদকের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সুস্থ স্বাভাবিক প্রজন্ম তৈরি করতে মাদক প্রধান বাঁধা। আপনারা সকলে সক্রিয়ভাবে সহযোগিতা করলে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ হবেই।

তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মাদকদ্রব্য ব্যবহার রোধে কাজ করতে হবে। চাঁদপুরে মাদকদ্রব্য অধিদপ্তর বেশ তথপরতার সহিত কাজ করে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন অভিযানের মধ্য দিয়ে মাদক কারবারি ও ব্যবহারকারীদের ধরা হচ্ছে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক একেএম দিদার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুুলিশ সুপার কাজী আব্দুর রহিম।

এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইলিয়াস উল্লাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: