চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কোষ্টগার্ডের অভিযানে আটক- ১

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানের ১ম দিনে জেলা টাস্কফোর্সের নির্দেশনায় শাহিন মাঝি (৩৫) নামের
১ অসাধু জেলে কে আটক করেছে কোষ্টগার্ড।১৪ অক্টোবর বুধবার সকালে ওই জেলেকে নদী থেকে আটক হয়।

কোষ্টগার্ড চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা শহিদুল হক জানান, সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড, ফিসারি এবং নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা হয়। এ সময় মোহনা হতে শুরু করে আমিরাদ, লগ্গীমারারচর, কাঁচিকাটা, সুরেশ্বর, রাজরাজেশ্বর এলাকা সমূহে টহল দেওয়া হয়।

এই সময় মাঝি এবং জেলেদের উপস্থিতি কম পরিলক্ষিত হয় এবং বিভিন্ন চরে মাঝিদের সচেতনতা মূলক ভাষন প্রদান করা হয়।

তিনি আরো জানান, অভিযান পরিচানাকালীন সময়ে কোস্টগার্ড কর্তৃক আমিরাবাদ এলাকায় একজন জেলে আটক হয়। তিনি মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারের মিছির আলির ছেলে। এসময় তার থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ৫০ হাজর মিটার বেড়জাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় ওই জাল চাঁদপুর মোলহেডে এনে আগুনে পুড়ে ফেলা হয়। এরসাথে কাঠের নৌকাটি ফিসারির কাছে হস্তান্তর করা হয় এবং আটককৃত জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এমসিপিও(এক্স) মৎস সম্প্রসারন কর্মকর্তা ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: