চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২০ জোরদার করার লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ট্রাস্ক ফোর্স কমিটির সভা জুম অ্যাপসের মাধ্যমে সোমবার বেলা ১১ টায় মৎস্য প্রশিক্ষণ ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান । সভায় বক্তগণ মাইলিশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

জেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক পরিচালিত এ জুম এ্যাপস সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে অংশগ্রহণ করেন ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান, কোস্ট গার্ড স্টেশন মাস্টার চীফ মো.ইসহাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর নৌ-পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো.বেলায়েত হোসেন ।

হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদেীস বেগম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন,সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, মৎস্যজীবী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ ।

জেলা প্রসাশক চাঁদপুরের নদীতীরবর্তী এলাকার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসমূহের শিক্ষকগণকে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণে এগিয়ে আসতে সংশ্লিষ্ট সবাই সম্পৃক্ত করার মতামত প্রদান করেন । এ ছাড়াও বক্তাগণ নিজ নিজ অবস্থান খেকে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানমূলক বক্তব্য রাখেন ।
আগামি ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার মতামত ব্যক্ত করেন। সভায় চাঁদপুরর বিভিন্ন মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামি ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে ইলিশ ধরা,আহরণ,বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।

ইলিশের এ প্রজনন সময়ে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬ মে.টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এ সহায়তা কর্মসূচির আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবারকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুর আগেই এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

Loading

শেয়ার করুন: