চাঁদপুরে মোট করোনা আক্রান্ত ২১০২ জন

মেঘনাবার্তা রিপোর্ট :

চাঁদপুর জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৩ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১০২জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭৬জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬৬৭জন।

বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব তেকে প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৯০টি। এর মধ্যে পজিটিভ ৩টি এবং নেগেটিভ ৮৭টি। আক্রান্ত ৩ জন চাঁদপুর সদর উপজেলার। নেগেটিভ ৮৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬০, হাইমচর ১১, মতলব দক্ষিণ ৫ ও ফরিদগঞ্জ ১৪জন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ২০৯৯জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৮৪২, হাইমচর ১৩৮, মতলব উত্তর ১৮০, মতলব দক্ষিন ২২৪, ফরিদগঞ্জ ২৪৫, হাজীগহ্জ ১৯০, কচুয়া ৮০ ও শাহরাস্তি ২০৩জন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর ১জন।

Loading

শেয়ার করুন: