চাঁদপুরে সড়ক আইনে ১০ মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা

আনোয়ারুল হক :

চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ না মানায় ১০ মামলায় ৪হাজার ৮শ’ টাকা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩ মামলায় ৬শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ চাঁদপুরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং মাস্ক না পরার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হেলমেট না থাকা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকা, গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেনস না থাকা ইত্যাদি অপরাধের জন্য ১০ মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৩ মামলায় ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিআরটিএ পরিদর্শক জিয়া এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Loading

শেয়ার করুন: