চাঁদপুরে ৫১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে একদিনে ঢাকা থেকে আগত ৮৮ রিপোর্টের মধ্যে ৫১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫১জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭০জন। বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিলো ৫৯জন। মৃত্যুর পরে মতলবের বেলায়েত হোসেন নামে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনিসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৮৮টি। এর মধ্যে পজিটিভ ৫১ এবং নেগেটিভ ৩৭টি। নতুন করে শনাক্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরের ৩০জন, হাইমচরে ২জন, মতলব দক্ষিণে ৫ জন, ফরিদগঞ্জে ৯জন ও হাজীগঞ্জে ৫জন।

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ৯৭০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৮২, হাইমচরে ৭৫, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ১০৬, ফরিদগঞ্জ ৯৮, হাজীগঞ্জ ৯৫, কচুয়া ৪৩, শাহরাস্তি ১০১জন।

তিনি আরও জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর মৃত্যুবরণ করেছেন ৬০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৭, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮ ও মতলব দক্ষিণে ৩ জন।

Loading

শেয়ার করুন: