চাঁদপুর অযাচক আশ্রমের চরিত্রগঠন আন্দোলন দিবস পালন

চরিত্রের মাধুর্যে বিকশিত হোক প্রজম্ম এ শ্লোগানকে সামনে রেখে চরিত্র গঠন আন্দোলনকে যুবসমাজের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চরিত্র গঠন আন্দোলন পরিষদ চাঁদপুরে চরিত্রগঠন আন্দোলন দিবস পালন করেছে।

শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ১৯১৪ সালের কিছু আগে জগতে বিরাজমান সমস্যাবলী নিরসবের লক্ষ্যে চাঁদপুর শহরের অদূরে ঘোড়ামারার মাঠে চরিত্রগঠন আন্দোলনের ডাক দেন। তারই ধারাবাহিকতায় চাঁদপুর অযাচক আশ্রম ও চরিত্র গঠন আন্দোলন পরিষদ ১জানুয়ারী শুক্রবার চরিত্রগঠন আন্দোলন দিবস পালন করেছে।

চ‌রিত্র গঠন আন্দোল‌ন প‌রিষ‌দের আহবায়ক ডাঃ পিযূষ কা‌ন্তি বড়ুয়ার সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ রতন লাল গ‌ঙ্গোপাধ্যায়,বাংলা‌দেশ স‌ম্মি‌লিত অখন্ড সংগঠ‌নের যুগ্ম আহবায়ক তাপস সরকার
চ‌রিত্র গঠন আন্দোল‌ন প‌রিষ‌দের উপ‌দেষ্টা অধ্যক্ষ মোশারফ হো‌সেন,কাজী শাহাদাত,জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,চাঁদপুর অযাচক আশ্রম প‌রিচালনা পর্ষদের দুলাল চন্দ্র দাস সাধারণ সস্পাদক তাপস কুমার দাস,চাঁদপুর অযাচক আশ্রম বো‌র্ড অব ট্রা‌স্ট্রের সদস্য স‌চিব মৃনাল কা‌ন্তি দাস,সদস্য অঞ্জন দাস।

সং‌ক্ষিপ্ত আলোচনা সভা প‌রিচালনা ক‌রেন চ‌রিত্র গঠন আন্দোল‌ন প‌রিষ‌দের সদস্য রাজন চন্দের প‌রিচালনায় এ সময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ স‌ম্মি‌লিত অখন্ড সংগঠ‌ন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম সাহা, ম‌ন্তোষ সাহা, গৌতম ঘোষ, প্রিয় লাল, সুকুমার রায়,তাপস দাস,প্রনব সাহা,অরুন ঘোষ প্রমূখ।

Loading

শেয়ার করুন: