চাঁদপুর জাতীয় পার্টির উদ্যোগে পদ্মা সেতু ভ্রমন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জাতীয় পার্টির উদ্যোগে শতাধিক নেতা-কর্মী নিয়ে ‘স্বপ্নের নয়, বাস্তবের পদ্মা সেতু’ ভ্রমন করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় শহরের বড় স্টেশন মোলহেড থেকে ২টি বড় স্পীলের নৌকা যোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা করে।

পদ্মা সেতু ভ্রমনের নেতৃত্ব দেন চাঁদপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মাদ মহসীন খান, সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতাব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, শহর যুব সংহতির আহ্বায়ক দ্বীন ইসলাম সর্দার, সদস্য সচিব মো. ফারুক গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সাবেক সাধারণ সম্পাদক মামুন বেপারী, নেতা মুকবুল হোসেন গাজী, হাফেজ ঢালী, মনির মাতাব্বর, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী আহমেদ, সাগর মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিল সরকার, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ, যুবনেতা মো. রাব্বি, নাইম গাজী, রাকিব, হাফেজ ঢালী, মামুন, সোহেল সর্দার, তাজল চকিদার, রতন চকিদার, মঞ্জিলসহ শতাধিক নেতা-কর্মীরা।

ভ্রমনের বিষয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি ও সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতাব্বর জানান, ভ্রমন হচ্ছে আনন্দের, তাও আবার পদ্মা সেতু। জাতীয় পার্টির এ উদ্যোগটি হচ্ছে হঠাৎ করে। ভ্রমনটি হঠাৎ করে হওয়ায় আমরা জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীদের নিতে পারিনি, তাই আমরা আন্তরিক দুঃখিত। তবে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া সুষ্ঠু ও সুন্দর ভাবে ভ্রমনটি সম্পন্ন হওয়ায়। সকলের ঐকান্তিক আন্তরিকতায় এবং স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় ভ্রমনটি সফল হওয়ায়।

জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মাদ মহসীন খান জানান, চাঁদপুরে বড় বড় রাজনৈতিক ও বিভিন্ন পেশার সংগঠন রয়েছে, কেউ পদ্মা সেতুর ভ্রমনে এতো বড় ঝুঁকি নিয়ে তা বাস্তবায়ন করতে হিমশিম খেয়েছে। আল্লাহর রহমতে আমরা সকলের সহযোগিতায় তা সফল হয়েছি। দিনব্যাপী আনন্দ উৎসব শেষে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে পুনরায় ফিরে আসায় আবারো সৃষ্টি কর্তার নিকট শোকরিয়া আদায় করছি। সকলে মিলেমিশে দিনব্যাপী আনন্দ উৎসবের মেতে উঠেছি এতে সকলের সাথে সকলের বন্ধনের দৃড়তা আরো সুদৃঢ় হয়েছে।

Loading

শেয়ার করুন: