চাঁদপুর জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো আপনাদেরকেই প্রচার করতে হবে। আপনারা যে কাজ করছেন, তা সকলকে দেখানোর জন্য হলেও প্রচার করতে হবে। আপনারা নিজেরাই নিজেদের উন্নয়ন কাজগুলো থেকে পুরস্কার অর্জন করতে পারেন। সরকারের উন্নয়ন কাজ সেগুলো তুলে ধরতে হবে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন চাঁদপুর জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের চাঁদপুরে যেসব কর্মকান্ড হয়েছে সেগুলোও তুলে ধরতে হবে। বর্তমানে চাঁদপুরে যা ঘটছে তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী ভূমিকা পালন করা উচিত সে বিষয় নিয়েও আমাদের ভাবনা রয়েছে। সকল কাজের গুনগতমান বজায় রেখে কাজ করতে হবে। এরজন্য সকলের সমন্বয় করা উচিত। জেলার প্রত্যেকটি সরকারি ওয়েবসাইটটি আপডেট রাখতে হবে। যাতে জনগন সকল কাজের তথ্য পান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের তত্বাবধায়ক হাবিব উল করিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক দিদারুল আলম, চাঁদপুর টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. সাজেদা পলিন, আনসার ভিডিপির কর্মকর্তা ইব্রাহিম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজিম হোসেন, জেলা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, জেলা শিশু বিষয় কর্মকর্কা মো. কাউসার আহমেদ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল প্রমুখ।

Loading

শেয়ার করুন: