চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ২১ হাজার ৭শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বর্ডার বাজার এলাকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন ।

এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১১টি মামলার বিপরীতে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অনেক মোটরযান চালককে সতর্ক করা ও বিআরটিএ’র নতুন আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জেলা টাস্কফোর্সের অভিযানের উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন,পুলিশসহ বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: