চাঁদপুর জেলা তথ্য অফিসের উঠোন বৈঠক

চাঁদপুরে ৮ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলার উপাদি ইবুনিয়নের করবন্দ গ্রামে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ড গ্রামের সব পেশা-শ্রেণির নারী-পুরুষকে অবহিত করা হয়।

এছাড়াও মাদক,সন্ত্রাস,জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মো.দেলোয়ার হোসেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে জেলা তথ্য অফিস চাঁদপুর গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক প্রেরিত ও প্রকাশিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৪ হাজার পোস্টার গতকাল থেকে বিতরণ শুরু হয়েছে।

এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌরসভা,সকল উপজেলা নির্বাহী অফিসারগরের কার্যালয়, সকল শিক্ষা অফিস,সকল উপজেলা পরিবার পরিকল্পনা অফিস,চাঁদপুর জেলার দর্শনীয় স্থান ও সরকারি-সরকারি কার্যালয়ে লাগানোর জন্য জেলা তথ্য অফিস বিতরণ করেছে।

Loading

শেয়ার করুন: