চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

মাসুদ রানা ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।গতকাল তাদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রির্টারিং কর্মকর্তা ও জেলা প্রাশসাক কামরুল হাসান ।

এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী পেয়েছেন (মোবাইল ফোন) এবং মোঃ জাকির হোসেন প্রধানীয়া পেয়েছেন (আনারস) প্রতীক ।

১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল বারাকাত (ঘুড়ি), মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী (অটোরিক্সা), মোঃ জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), মোঃ মকবুল হোসেন মিয়াজী (টিউবওয়েল), মোঃ মাহবুব আলম (উটপাখি), মোঃ শাহ আলম খান (তালা), মোহাম্মদ মনিরুজ্জামান (হাতি) প্রর্তীক পেয়েছেন ।

২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোঃ খুরশিদ আলম (তালা), এস এম কবির (টিউবওয়েল) প্রর্তীক পেয়েছেন। ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আলী আক্কাছ (টিউবওয়েল), মিজানুর রহমান ভূঁইয়া (ঘুড়ি), মোঃ মশিউর রহমান (তালা), মোঃ শাহাবুদ্দিন হোসেন (হাতি) প্রর্তীক পেয়েছেন।

৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো: রিয়াদুল আলম (তালা), মোঃ আল আমিন (হাতি), মোঃ বাদল ফরাজী (উটপাখি), মোহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল) প্রর্তীক পেয়েছেন ।
৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আব্দুল্লাহ মোহাম্মদ ইসা (টিউবওয়েল), আলাউদ্দিন (তালা), মিনহাজ উদ্দিন খান (হাতি), মোহাম্মদ হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা) প্রর্তীক পেয়েছেন ।

৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তৌহিদুল ইসলাম (টিউবওয়েল), বিল্লাল হোসেন (বৈদ্যুতিক পাখা), মোঃ আহসান হাবীব প্রাঞ্জল (তালা), মোঃ জোবায়ের হোসেন (হাতি), মোঃ সালাউদ্দিন (অটোরিক্সা), সামছুল হক (উটপাখি) প্রর্তীক পেয়েছেন।

৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোঃ আব্দুর রব মিয়া (হাতি),মোঃ জসিম (তালা), মোহাম্মদ বিল্লাল হোসেন (টিউবওয়েল) প্রর্তীক পেয়েছেন । ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মাহবুব আলম (বৈদ্যুতিক পাখা), মোঃ ইব্রাহীম খলিল (তালা),মোঃ জাকির হোসেন (ক্রিকেট ব্যাট), মোঃ মনির হোসেন (টিউবওয়েল), মোহাম্মদ বিল্লাল হোসেন (অটোরিক্সা) প্রর্তীক পেয়েছেন।

মহিলা সংরক্ষিত আসন ১নং ওয়ার্ডে আয়েশা রহমান (দোয়াত কলম), জোবেদা মজুমদার খুশি (ফুটবল) প্রর্তীক পেয়েছেন। মহিলা সংরক্ষিত আসন ২নং ওয়ার্ডে তাছলিমা আক্তার (ফুটবল), নাজমা আক্তার আসমা (দোয়াত কলম),মোসাম্মৎ রোকেয়া বেগম (বই), রওনক আরা (টেলিফোন),শামছুন নাহার (টেবিল ঘড়ি) প্রর্তীক পেয়েছেন।

মহিলা সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডে রুবি বেগম (বই), ছকিনা বেগম (মাইক) ,জান্নাতুল ফেরদৌসী (ফুটবল), মুক্তা আক্তার (দোয়াত কলম), শিউলী আক্তার (হরিণ) প্রর্তীক পেয়েছেন।

Loading

শেয়ার করুন: