চাঁদপুর জেলা পু‌লি‌শের উ‌দ্যোগে ফোন ক‌রলেই বা‌ড়ি যা‌বে ত্রাণ

আনোয়ারুল হক:

ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে বিগত ১১দিন গৃহবন্ধী সকল শ্রে‌ণি পেশার মানুষ। চাঁদপুর জেলা পু‌লিশ প্র‌তি‌দিন অসহায় মানু‌ষের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে যা‌চ্ছে। তারই ধারাবা‌হিকতায় এবার ফোন কলের মাধ্য‌মে নিন্মমধ্য‌বিত্ত প‌রিবা‌রের ঘ‌রে ঘ‌রে ত্রাণ পৌ‌ছে দেওয়ার কার্যক্রম শুরু ক‌রে‌ছে।

৫ এ‌প্রিল রোববার সকাল ১১টায় চাঁদপুর থানা থেকে জেলা পু‌লিশ সুপার মাহবুবুর রহমানের নি‌র্দেশনায় এ কার্যক্র‌মের শুভ সূচনা ক‌রা হয়। এ দিন শহ‌রের ৬০ টি প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ তা‌দের বা‌ড়ি‌তে পৌ‌ছে দেওয়া হয়।

এ বিষ‌য়ে চাঁদপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ না‌ছিম উ‌দ্দিন ব‌লেন, ক‌রোনাভাইরা‌সের কার‌নে দীর্ঘ দিন মানুষ গৃ‌হে অবস্থান কর‌ছেন। অ‌নে‌কে আমাদের ফোন কর‌ছেন বা‌ড়ি‌তে খাবার ফু‌ড়ি‌য়ে গে‌ছে। নিন্ম মধ্য‌বিত্ত প‌রিবা‌রের অ‌নে‌কে বসায় খাবা‌রের সংকট র‌য়ে‌ছে। পু‌লিশ সুপারর ম‌হোদ‌য়ের নি‌র্দেশক্র‌মে ও ওনার তত্ত্বাবধানে
আমরা মানু‌ষের বা‌ড়ি‌তে গি‌য়ে খাদ্য সামগ্রী পৌছে দি‌চ্ছি। প্র‌তি প্যারক‌টের ৭ কে‌জি চাউল, ১ কে‌জি ডাল, ১‌ কে‌জি লবন ও ২ কে‌জি দেওয়া হ‌চ্ছে। আমা‌দের এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Loading

শেয়ার করুন: