চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিসের প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর জেলার সাব-রেজিস্ট্রি অফিস সমূহে কর্মরত কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের হলরুমে জেলা রেজিস্ট্রার অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী, অফিস সহকারী, মোহরার, টিসি মোহরার এবং নকলনবিশগণ অংশ নেন। এতে সভাপ্রধান ছিলেন চাঁদপুর জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রার মোঃ রফিক উদ্দিন, মতলব সাব-রেজিস্ট্রার মোঃ আহসানুল হাবীব, শাহরাস্তি চিতোষী সাব-রেজিস্ট্রার রেহানা চৌধুরী এবং হাইমচর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনীল চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

Loading

শেয়ার করুন: