চাঁদপুর পুরাণবাজারে কার্গোর চাল চুরি মামলার প্রধান আসামিসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর নদী বন্দরের পুরাণবাজার ঘাট থেকে ব্যবসায়িদের কার্গো (বলগ্রেড) ভর্তি চাল চুরির মামলার প্রধান আসামি হুমায়ুন বেপারি(৫০)সহ এজহার নামীয় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।অপরজন হলেন মামলার ৪ নং আসামি বিদ্যুৎ বেপারি।তাদেরকে মতলব দশানি থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরির্দশক (অপারেশন) মোরশেদুল আলম ভূঁইয়া জানান,আসামি বিদ্যুৎ চাল চুরির কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। ১ নং আসামি হুমায়ুন বেপারির ১ দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৭ এপ্রিল ভোরে চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজার নদীর ভূঁইয়ার ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ৭শ’ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়।

২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে না’গঞ্জ বন্দরের মদনপুর কেওঢালা এলাকার একটি গুদাম থেকে ১২’শ বস্তা চাল অভিযান চালিয়ে উদ্ধার করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হলে। উদ্ধার করা সেই চাল চাঁদপুর থানা পুলিশের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।

বাদ বাকী চাল উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত থাকার এক পর্যায় মামলার ২ আসামিকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Loading

শেয়ার করুন: