চাঁদপুর শহরে বি‌কেল ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে জেলা প্রশাসনের কঠোর হুশিয়ারী

আনোয়ারুল হক:

চাঁদপুর শহরে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেরেই চলছে। তারপরও শহরে মানুষের চলাচল কমতি নেই। সরকার ঘোষিত সিমীত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ব্যবসায়িদের হুশিয়ারি করতে মমাঠে ননেমেছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান নিজে করোনা কমিটির সেচ্ছাসেবক টিম নিয়ে মাঠে নামেন। কালিবাড়ি শপথ চত্বর মোড়, কোট স্টেশন, পাল বাজার মোড়,নতুন বাজার মোড়,বাস স্টেশন, পুরান বাজার সহ শহরে যে সব ব্যবসা প্রতিষ্ঠান বিকেল চারটার পর খোলা ছিল তাদের কে হুশিয়ার করে বলেন আজকে শুধুই হুশিয়ার করে দেয়া হলো আগামী দিন থেকে আর হুশিয়ার নয়। আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনারা যারা এখনো ব্যবসা ৪ প্রতিষ্ঠান খুলে রেখেছেন দ্রুত বন্ধ করুন। বিকেল চারটার পর কোনো ভাবেই দোকান খুলা রাখা যাবে না। আপনার ফজরের নামা পড়ে দোকান খুলুন বিকেল টার মধ্যে তা বন্ধ করতে হবে।

এসময় চাঁদপুর মডেল থানার পুলিশ, জেলা প্রশাসনের করোনা স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আব্দুল্লাহ আল মাহমুদ জামান যাদের মুখে মাক্স ছিল না তাদের মাঝে মাক্স বিতরন করেন।

Loading

শেয়ার করুন: