চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণ বাজার হরিসভা এলাকায় ফাঁটল

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় কয়েকটি স্থানে এই ফাঁটল দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক দেখা দিয়েছে। ভাঙন রোধে বালি বস্তা ফেলা শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি বৃদ্ধি ও প্রচন্ড স্রোতের কারণে শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকার কয়েকটি স্থানে ফাঁটল ও ব্লক দেবে গেছে।

হরিসভা এলাকার বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা বাণিজ্য নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে।

বাঁধের নদী তীরবর্তী দুইশ মিটার তীর এলাকা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয় লোকজন।

Loading

শেয়ার করুন: