চাঁদপুর সদরে ইউপি নির্বাচনে ৩শ’ ৯০জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর সদর উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০ টি ইউনিয়নের প্রার্থীদের ২৭ অক্টোবর ৩শ’৯০ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থীসহ ৩২ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৮৫ জন প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মৈশাদী,আশিকাটি, বাগাদী,হানারচর,চান্দ্রা ইউনিয়নের প্রার্থীরা, সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এএসএম রাশেদুর রহমান, হাতে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর, তরপুচন্ডীপুুর ও বালিয়া ইউনিয়নের প্রার্থীরা। সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার প্রতীক বরাদ্দ দেয়।

জানাযায়, আওয়ামী লীগ মনোনীত ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। তারা হলেন : ৫নং রামপুর ইউনিয়নের মোঃ আল মামুন পাটোয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী।এ দু’জন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে তিনজন নারী প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৯ জন পুরুষ প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন বলে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের হালনাগাদকৃত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Loading

শেয়ার করুন: