চাঁদপুর সদরে ব্যাংক এশিয়ার ২১তম বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংক এশিয়া লিমিটেডের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রোববার সকালে উপজেলা ডিজিটাল সেন্টার ও এশিয়ার এজেন্ট পয়েন্টের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ,ব্যাংক এশিয়া চাঁদপুরের ম্যানেজার সৌরন রায়, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকি য়ের ডিস্ট্রিক ম্যানেজার মো.শামীম মিয়াজী প্রমুখ।

সদর উপজেলা পরিষদের ব্যাংক এশিয়ার এজেন্ট ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো:মাহমুদুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে ব্যাংকের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, ব্যাংক এশিয়া মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে। এরফলে সঞ্চয়ী মনোভাব তৈরি এবং ব্যাংকি সকল সুবিধা হাতের নাগালে পেতে শুরু করেছেন তৃণমুল পর্যায়ের মানুষরা।

তিনি আরো বলেন, ব্যাংক এশিয়া ২১বছরের পথচলায় ব্যাংকিং সেবায় নতুন নতুন মাত্রা এগিয়ে যাচ্ছে । ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ উৎপাদনমূখী প্রতিষ্ঠান গড়ে তুলে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে।ব্যাংকিং সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

Loading

শেয়ার করুন: