চাঁদপুর সদরে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২০-২১ অর্থবছরের আওতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:নুরুল ইসলাম দেওয়ান নাজিম।

এসময় তিনি বলেন, নারীরা পুরুষের পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করতে হবে। তারা যেন স্বাবলম্বী হতে পারে এ জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে স্বাবলম্বী করার জন্য নানাভাবে সহযোগিতা করছে। প্রতিবন্ধীরা যেন স্বাভাবিক জীবনের মতো কিছুটা চলাফেরা করতে পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছেন।

প্রতিবন্ধী ও দুস্থদের উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলার পরিষদের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,উপজেলা প্রকৌশলী এ,এস,এম রাশেদুর রহমান।

এ সময়৩০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২০ জন কর্মহীন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়

Loading

শেয়ার করুন: