চাঁদপুর সদরে ২৮ রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলায় বসবাসরত ২৮জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্বাচিত রোগীদের মাঝে আর্থিক সহযোগিতা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা ডিজিটাল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব রোগীদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমাজ সেবার ইউনিয়ন সমাজকর্মী রবিউল হোসেন।

সরকারি অনুদান প্রাপ্ত রোগীরা হলেন-শহরের দক্ষিণ গুনরাজদীর জোসনা বেগম, সদরের সেনগাঁও গ্রামের মজিবুর রহমান, রালদিয়া গ্রামের ওসমান খান, শহরের পশ্চিম শ্রীরামদীর বিনয় দাস, দূর্গাদি গ্রামের আলমগীর হোসেন, হাফানিয়া গ্রামের খাদিজা বেগম, দাসাদী গ্রামের কামরুন্নাহার, বাহ্মন সাখুয়া গ্রামের জাহানারা বেগম, উত্তর রঘুনাথপুর গ্রামের কুদ্দুছ মোল্লা, পশ্চিম সেকদী গ্রামের জেবুন্নেছা বেগম, বহরিয়া গ্রামের আব্দুল কুদ্দুছ খান, তরপুরন্ডী এলাকার ইউসুফ খান, দূর্গাদি গ্রামের রোকেয়া বেগম, পাইকাস্তা গ্রামের রায়হান গাজী, দাসাদী গ্রামের জাহাঙ্গীর আলম ঢালী, শিলন্দিয়া গ্রামের সালমা আক্তার হাবিবা, পূর্ব হোসেনপুর গ্রামের কবির হোসেন গাজী, চরফতেজংপুর গ্রামের নুরুজ্জামান মিজি, একই গ্রামের আব্দুল মান্নান বেপারী, দক্ষিণ রালদিয়া গ্রামের মো. আব্দুল খালেক তহবিলদার, বালিয়া গ্রামের হোসনে আরা বেগম, গুলিশা গ্রামের মোতালেব মোল্লা, নুরুল্লাহপুর গ্রামের মো. আবুল বাশার, খলিশাডুলি গ্রামের তমাল কৃষ্ণ দাস, হামানকর্দি গ্রামের ফাতেমা বেগম, সেকদি পাঁচগাঁও গ্রামের কামরুন্নাহার, লোধের গাঁও গ্রামের ইসমাইল খান, শহরের জামতলা এলাকার জাহানারা বেগম।

Loading

শেয়ার করুন: