চাঁদপুর সদরে ৭৮ জন জেলের মাঝে বৈধ সুতার জাল বিতরণ

 

চাঁদপুর সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের আনন্দবাজার জেলে পাড়ার ২৬টি মৎস্যজীবী গ্রুপের ৭৮জন জেলের মাঝে ২৬টি বৈধ সুতার জাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭জুন) সকালে চাঁদপুর সদর উপজেলায় এসব জাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. মুশফিকুর রহমান, ক্ষেত্রসহকারী মো. জামিল হোসেন, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম মল্লিক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মালেক দেওয়ান, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুর জেলার যুগ্ম সম্পাদক মো. তছলিম বেপারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎজীবীরা।

Loading

শেয়ার করুন: