চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

মাসুদ রানা:

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনিতার বক্তব্যে বলেন, দল চলবে দলের গঠনতন্ত্র অনুযায়ী। নিজেদের মাঝে প্রতিযোগিতা থাকা ভালো তবে প্রতিহিংসা থাকা ভালো না। সম্মেলন হলে দলে গতিশীলতা থাকে। দল চাঙ্গা থাকে। আমরা গর্বিত জাতি।আমাদের ইতিহাস রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। চলার পথে অনেকের সাথে অনেকের বিশেষ সম্পর্ক হতে পারে তবে সেটা দলের উর্ধ্বে নয়।

তিনি বলেন, বিএনপি একাত্তর পচাঁত্তরের পরাজিত শক্তি। এরা এখন আবার দেশে আন্দোলন আন্দোলন খেলতেছেন। এরা যতই লাফখাফ দেক কোন দিনও আমাদের সাথে পারবে না। আমাদের মাঠে থাকতে হবে। দেশের স্বার্থে সমাজের স্বার্থে আমাদের একত্রিত থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের অবিচল থাকতে হবে। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন হবে সাদামাটা ভাবে। আমার মনে হয় আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগকে ফলো করা উচিত। তবে লোক সমাগম করতে। যাতে বুঝা যায় চাঁদপুরে আওয়ামী লীগ এক ও অভিন্ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী।

সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি শহিদুল্লাহ খান, মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু।

এ সময় বিষ্ণুপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়নে সভাপতি ইঞ্জি. আক্তারুজ্জামান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মো. কামাল হাজী, রামপুর ইউনিয়নে সভাপতি মির্জা মো. সহিদুল ইসলাম, মৈশাদী ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম মিয়া, তরপুরচন্ডী ইউনিয়নে সভাপতি ইমাম হাসান রাসেল গাজী ও সাধারণ সম্পাদক মো. আ. লতিফ বিশ্বাস, বাগাদী ইউনিয়নে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম খলিল (লিটন), বালিয়া ইউনিয়নে সভাপতি মো. রফিকুল্যা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মো. হান্নান মিজি, ইব্রাহিমপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক আ. মান্নান গাজী (মনা গাজী), চান্দ্রা ইউনিয়নে সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়নে সভাপতি হাজী হযরত আলী বেপারী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: