চাঁদপুর সদর উপজেলা সমবায় সমিতির বার্ষিক সভা

নিজস্ব প্রতিবেদক॥

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে ওয়্যারলেস এলাকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর উপজেলা সমিতির প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, সমবায় মানে হলো একটি সমন্বিত শক্তি। দশজন মিলে একতাবদ্ধ হয়ে কাজ করা। এখানে যারা কষ্ট ভোগ করবে তারাই লাভের ফল ভোগ করবে। বর্তমান সরকারের দূরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের ফলে গত এক দশকে বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে যাচ্ছে। আমাদের দেশও কৃষিনির্ভরতার পাশাপাশি শিল্প নির্ভরতার দিকেও এগিয়ে যাচ্ছে। যে কোন কাজে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সমবায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে হবে।

তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও উৎপাদনমুখি কাজের সুযোগ করে দিতর হবে।
যেসকল নারীরা ঘরে বসে কুটির শিল্পের কাজ করছে তাদের আমরা সহায়তা করবো। বঙ্গবন্ধুর একটি দর্শন ছিলো, নারীদের ঘরে রেখে দেশের উন্নয়নকে এগিয়ে নেয়া যাবে না। ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশের সরকার নারীদের অগ্রযাত্রায় মনোনিবেশ করেছিলো। সেই দর্শনকে সামনে রেখে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। যার ফলে এদেশে নারীরা এখন পুরুষদের পাশাপাশি সমানতালে এগিয়ে যাচ্ছে।
পৌর মেয়র আরো বলেন, চাঁদপুর পৌরসভার দায়িত্ব নেয়ার পর আমাদের পরিষদ পৌরসভার ফান্ডে ১২ হাজার টাকা পেয়েছিলো। এর সাথে বিভিন্ন বকেয়া সহ পৌর কর্মচারীদের বিশাল বেতন কবেয়া ছিলো। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা মাত্র ৯ মাসের মধ্যে ১৭ মাসের বেতন দিয়ে ৪০ বছরের বকেয়া বেতন পরিশোধ করতে পেরেছি। আমরা আশা করছি সহসাই একটি বড় প্রকল্প পাবো। সেটি পেয়ে গেলে আমাদের উন্নয়ন কাজ আরো বেগবান হবে।
তিনি বলেন, আমরা চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে নারী উদ্যোগতাদের বিনা জমানতে লোন দেয়ার উদ্যোগ নিয়েছি। যাতে করে নারীরা কিছু করার সাহস পায়। আপনাদের সমবায় সংশ্লিষ্ট যে কোন কাজে পৌরসভার সহায়তা চাইলে তা করতে আমরা প্রস্তুত রয়েছি।

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মুহাম্মদ মুজিব উর রহমান খান, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।

চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য কামাল হোসাইন,চাঁদপুর সদর উপজেলা মহিলা সমবায় সমিতির ম্যানেজার আয়শা রহমান, উত্তর রঘুনাথপুর মহিলা সমবায় সমিতির ম্যানেজার রাশেদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন, চাঁদপুর সদর উপজেলা জেন্দ্রীয় সবমায় কার্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবুল কাশেম।

এছাড়া বিগত দিনে সমবায় সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাধারণ সভার ২য় অধিবেশন শুরু হয়।

Loading

শেয়ার করুন: