চাঁদপু‌রে মহান মে দিব‌সে জাতীয় শ্রমিকলীগের কর্মসূ‌চি পা‌লিত

চাঁদপুর: মহান মে দিবস উপল‌ক্ষে জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর‌ জেলা শাখা জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন এবং জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধার্ঘ অর্পণ ক‌রে‌ছে।

শ‌নিবার (১ ‌মে) সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামীলী‌গের দলীয় কার্যাল‌য়ের সম্মু‌খে বাংলা‌দেশ জাতীয় পতাকা, বাংলা‌দেশ আওয়ামীলী‌গের ও জাতীয় শ্রমিকলী‌গের পতাকা উ‌ত্তোলন শে‌ষে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন উপ‌স্থিত নেতৃবৃন্দ। সব‌শে‌ষে সং‌ক্ষিপ্ত আলোচানাসভা অনু‌ষ্ঠিত হয়। আলোচানাসভা শে‌ষে নেতৃ‌বৃন্দ চাঁদপুর জেলা প্রশাস‌নের ভাচুয়াল সভায় অংশ নেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় শ্রমিকলীগ চাঁদপুর‌ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপ‌তি মোঃ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ও‌হিদুল ইসলাম, সহ সভাপ‌তি রেজাউল ইসলাম সুমন, সাংগঠ‌নিক সম্পাদক সিরাজ গাজী, জেলা জাতীয় শ্রমিকলী‌গের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক হারুনুর র‌শিদ,সদস‌্য মোঃশহীদ পাটওয়ারী, ইমান হোসেন, ‌পৌর আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সা‌ব্বির হো‌সেন মন্টু দেওয়ান মন্টু দেওয়ান, পা‌নি উন্নয়ন বোর্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রা‌হিম মিয়া, শহর শ্রমিকলী‌গের সভাপ‌তি সাদ্দাম হো‌সেন, রিস্কা শ্রমিকলী‌গের যুগ্ম আহবায়ক দেলোয়ার হো‌সেন জনু, ‌জেলা ডি‌ঙ্গি মা‌ঝি শ্রমিকলী‌গের সভপ‌তি মোঃ মোস্তফা, সাধারন সম্পাদক শ‌ফি হাওলাদার প্রমূখ।

উ‌ল্লেখ‌্য ১৮৮৬ সালে ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। উত্তাল সেই আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে দিতে বাধ্য হয়।

এরই পথ ধরে বিশ্বব্যাপী দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় চালু করা হয়। এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১ মে’ কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী এ দিনটি পালিত হচ্ছে।

Loading

শেয়ার করুন: