জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী এবং অর্ধেক মূল্যে ঔষধ বিক্রি

আনোয়ারুল হক :

মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ গত কদিন গৃহবন্দী। স্বল্প আয়ের মানুষগুলো খাদ্য ও নানা প্রয়োজনীয় দ্রব্যের সঙ্কটের মুখে পড়েছে। এই সঙ্কট মোকাবেলায় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এগিয়ে এসেছেন।

তিনি জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষগুলোর মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন।

এ মহতী উদ্যোগের সাথে সহযোগী হিসেবে নেয়া হয় চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে।

রোববার বিকেলে চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এবং ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চাল ও আলু বিতরণ করা হয়। একই সাথে বাজার মূল্য থেকে অর্ধেক দামে নির্বাচিত ঔষধ বিক্রি করা হয়।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ ডায়াবেটিক সমিতি ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তাগণ।

উভয় জায়গায়ই আগ্রহীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, আলু ও ঔষধ দেয়া হয়। 

Loading

শেয়ার করুন: