টিন চুরির ঘটনায় আটক-১

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর চরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্পে ঢেউ টিন চুরির ঘটনায় জামাল গাজী নামেকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে তাকে আটক করে। আটক জামাল গাজী চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের হারুনুর রশীদ হারু গাজীর ছেলে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণের বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের বাখরপুর চরে আশ্রয়ন প্রকল্পের সরকারি ঢেউটিন চুরি করা হয়। সেই ঘটনায় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় জামাল গাজীকে পুলিশ গ্রেফতার করে। আটক জামালকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, আশ্রয়ন প্রকল্পে ঢেউ টিন চুরির ঘটনায় তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।

Loading

শেয়ার করুন: