ডিজেল পাচারকালে আটক : ২

মাসুদ রানা:

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকির তথ্য নিশ্চিত করনে গতকাল বৃহস্পতিবার ৪ আগষ্ট ২০২২ দুপুরে বেলা আনুমানিক ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর শফরমালীর মেঘনা নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে ১টি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ২০ জেরিক্যান (৮০০ লিটার) ডিজেলসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ সুমন (৩৩), ওবায়দুল্লাহ (৪৮) জানা যায় এদের বাড়ি উত্তর মতলব উপজেলার দশানী এলাকায়।

বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Loading

শেয়ার করুন: