ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মৈশাদীতে বৃক্ষরোপন কর্মসূচি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচি ও মতবিনিময় সভা ২৬ জুলাই শুক্রবার মৈশাদী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওচমান।

এ সময় তিনি বলেন,জেলা প্রশাসন চায়না বালু উত্তোলনের ইজারা দিতে। হাইকোর্টের নির্দেশে তারা বালু উত্তোলন করছে। আইনগত কিছু জটিলতা আছে। এ ক্ষেত্রে আপনাদের লেখনী অনেক কাজে আসবে। নদী থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়েছি।

তিনি আরো বলেন, চাঁদপুরে জন্মস্থান যে সকল সাংবাদিক যারা জাতীয় পর্যায়ে আছেন তারা নিজ এলাকার সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষন দিতে হবে। যাতে তারা ভালো রিপোটিং করতে পারে। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সকলকে ধন্যবাদ চাঁদপুরে আসার জন্য।

দৈনিক যুগান্তর ক্রাইম হেড মিজান মালিকের সভাপ্রধানে ইউএনবির সাংবাদিক শাহরিয়ার পলাশের পরিচালনায় ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারী,সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন,সোহেল রুশদী,মির্জা জাকির ,সাংগঠনিক সম্পাদক এ এইচ আহসানউল্লাহ, এনটিভি’র বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, সমকালের বিশেষ প্রতিবেদক আবু কাউছার,মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু সালেহ জিন্নাহ,শিক্ষানুরাগী জামাল আখন্দ,টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদপ্রমুখ।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ই-লাইব্রেরি ও স্টুডেন্ট কর্নারের শিক্ষার্থী নাজমুন নাহার, বিসিএসের সুপারিশ প্রাপ্ত ডাঃ মোঃ মাহাবুব রহমান, জেলা শ্রেষ্ঠ শিক্ষক জাকির হোসেন,মৈশাদী ইউনিয়ন সচিব আবু বক্কর মানিক ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান।

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিক যারা উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক’র ক্রাইম হেড আবুল খায়ের, দৈনিক সমকাল বিশেষ প্রতিনিধি আবু কাওসার, চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না ,ফিনান্সিয়াল এক্সপ্রেস বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন,দৈনিক যুগান্তর শিফট ইনচার্জ জসিম উদ্দিন , সিনিয়র সাংবাদিক জাকির মজুমদার , যমুনা টেলিভিশন সিনিয়র রির্পোটার শাহাদাত হোসেন , দৈনিক আজকের পত্রিকা ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল, দৈনিক সংবাদ স্টাফ রির্পোটার এইচ এম জাকির হোসেন,৭১ টেলিভিশন সামছুজ্জামান নাঈম , বাংলা টিভি স্টাফ রির্পোটার আল আমিন, দৈনিক যুগান্তর অনলাইন সৈয়দ আল হাসান শিমুল, একুশে টিভি স্টাফ রিপোর্টার ইবনে নূর শাওন , দৈনিক জনতা ফরিদ উদ্দিন, বিডি সমাচার মহসিন হোসেন।

সভার শুরুতেই কোরআন তেলোয়াত করেন ডিজিটাল তথ্য কেন্দ্রের ছাত্র মোঃ জাবেদ হোসেন ও গীতা পাঠ করেন আখি রানী দাস।

Loading

শেয়ার করুন: