দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে : এমপি রুহুল

মনিরা আক্তার মনি॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন,তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো।”
তিনি আরো বলেন, প্রানী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যা, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির,ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ.মান্নান বেপারী, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আনজুম অনিক।

উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, পাখিসহ মোট ৩৫টি খামরী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৩জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: