পাকা সড়কে বিরাট গর্ত !

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি বড় মসজিদ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ পাকা সড়কে হঠাৎ বিরাট গর্তের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ চরমে উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার বিকেলে হঠাৎ করে মাইজকান্দি-সর্দারকান্দি(বাদামতলী) পাকা সড়কের মাইজকান্দি বড় মসজিদ সংলগ্ন সড়কে হঠাৎ বিরাট গর্তের সৃষ্টি হয়। এতে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।এ রাস্তাটির কারণে সর্দারকান্দি,মাইজকান্দি,ছোটহলদিয়াসহ দক্ষিণ এলাকা কয়েকটি গ্রামের লোকজন উপজেলা সদর ও থানা সদরের সাথে যান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সমাজসেবক আনোয়ার হোসেন জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি নিষ্কাশন খালের উপর দিয়ে এ সড়কটি নির্মাণ করা হয়। যা ২০০০ সালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকাকরণ হয়। আমিরাবাদ, জনতা বাজার, কাচারী কান্দি,উত্তর সর্দারকান্দি,বাদামতলী হয়ে উর্দ্ধমদী পাম্প হাউজের কাছে গিয়ে এ নিষ্কাশন খাল গিয়ে মিলিত হয়েছে। এ অঞ্চলের জমির পানি সরানো একমাত্র খাল এটি।

ভাঙ্গন স্থানে ৩৫ বছর পূর্বে রিং স্লাবের উপর প্রথমে কাচা মাটির রাস্তা পরে পাকাকরণ করা হয়। রিং স্লাব দুর্বল হয়ে ভেঙ্গে পড়ায় এ জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে এলাকাবাসী জানায়।

এ অঞ্চলের জনসাধারণ মাইজকান্দি থেকে উত্তর সর্দারকান্দি (বাদামতলী) রাস্তাটি পুন:মেরামত করার দাবী জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: