পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের ক্রীড়ার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভা বেশ কিছু প্রকল্পের অর্থ বরাদ্দ পেতে যাচ্ছি। সে বরাদ্দ পেলে পৌর এলাকায় রাস্তা ঘাটের কাজ করা হবে। আমরা পৌর নাগরীকদের সুযোগ—সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পড়ালেখা কোয়ালিটি অ্যান্ড সিউর করার জন্য পড়ালেখার পাশাপাশি মাঠে খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। সকল শিক্ষক শিক্ষার্থীর মাঝে শৃঙ্খলা ও ঐতিহ্য এ দুইটি বিষয় থাকা প্রয়োজন রয়েছে। শিক্ষকদের বলবো শিক্ষার্থীরা যেন দেশীয় সংস্কৃতি আগে রপ্তকরে।

তিনি আরো বলেন, একটি রাষ্ট্রের সরকার প্রধান কে থাকবেন, তার ওপর নির্ভর করে সে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে চাঁদপুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর চাঁদপুরের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তিনি সারা দেশের শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করেছেন।

রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ—সভাপতি তমাল কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন রিভারসাইড কিন্ডারগার্টেন প্রিন্সিপ্যাল তানিয়া ইসতিয়াক খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধ্রুবরাজ বণিক, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, সহ—সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া ভূঁইয়া বতু, গ্রীণ বাংলা ২৪. কমের সম্পাদক ও প্রকাশক মো. আশিক খানসহ শিক্ষক, ছাত্র—ছাত্রী ও অভিভাবকরা।

বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রিভারসাইড কিন্ডারগার্টেনের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আক্তার হোসেন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হারুন আল রশীদ।

Loading

শেয়ার করুন: