ফরিদগঞ্জে জরিমানা

ফরিদগঞ্জ প্রতিবেদক:
ফরিদগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। ২ জুলাই শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ বাজার, কড়ৈতলী চৌরাস্তা, কড়ৈতলী বাজার ও আনন্দ বাজারে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলায় ৫ হাজার ১শ’ টাকা জমিরানা আদায় করেন।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের এই ঘোষিত লকডাউনে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বাহির হলেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বা জরিমানা গুনতে হবে তাই সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন।

Loading

শেয়ার করুন: