ফরিদগঞ্জে জাতীয় জেল হত্যা দিবস পালিত

মো.আ.কাদির

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী গুনীজন স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালন করেছেন। রবিবার বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপলক্ষে আলোচনা সভা,শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হাসনাত হাসেমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পদক ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মো. মাহাবুব মোরশেদ’র সঞ্চালনায় সভায় সংগঠনের নেতা-কর্মীরা বলেন,দেশে এখনো খন্দকার মোশতাকের ন্যায় ঘাতক/দালাল চক্র রয়েছে। বিদ্রোহী ঘাতক দালালদের চিন্নিত আইনের আওতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতিদ্রুত দেশ এগিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, জাতীয় চার নেতা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী গুণীজন স্মৃতি সংসদ’র সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম শেখ, সহ-সভাপতি মো. হাফিজ আহম্মেদ, সহ-সভাপতি মো. আলী হায়দার (টিপু) পাঠান, সহ- সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভুইয়া, সহ- সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক(দ. অঞ্চল) মো.মনির হোসেন, অর্থ সম্পাদক মো.ফারুক আহম্মদ পাটওয়ারী, দপ্তর সম্পাদক, অহিদ পাটওয়ারী, সহ-প্রচার সম্পাদক শাহিন পাটওয়ারী, সাহিত্য ও বিতর্ক সম্পাদক মোস্তফা কামাল মুকুল,ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন আহাম্মেদ (ফরিদী), জহির হোসেন মিজি, জসিম উদ্দিন মিন্টুসহ প্রমূখ

Loading

শেয়ার করুন: