ফরিদগঞ্জে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ বিতরণ

মো:আ:কাদির

বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনদিনের প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে।

৪ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ৮০জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মো: শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

Loading

শেয়ার করুন: