ফরিদগঞ্জে জেল হত্যা দিবস পালিত

আব্দুল কাদের:

চাঁদপুরের ফরিদগঞ্জে রাজনৈতিক ঐক্যের অভাবে পৃথক পৃথক আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাও: শহিদুল্যাহ পাটওয়ারী, সদস্য এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, শাহ্ আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী , ইউপি চেয়ারম্যান এইচ এম হারুন অর রশিদ, বীর মুক্তিযুদ্ধা হাসান আলী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, হাজী শফিকুর রহমান, কামরুজ্জামান সবুজ প্রমূখ।

এদিকে একই দিন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এর অনুসারী ও উপজেলা যুবলীগের উদ্যোগে ওয়াপদায় উপজেলা যুবলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম হাসান তাবাচ্ছুম, জাহাঙ্গীর পলোয়ান, আবুল কাশেম ঢালী, এডভোকেট কামরুল ইসলাম, সোহেল ঢালী, পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি জসিম উদ্দিন দিদার, সংসদ সদস্যের ইউনিয়ন প্রতিনিধি, আব্দুস সাত্তার পাটওয়ারী, সোহেল মাস্টার, পুতুল সরকার,আব্দুল মোতালেব তুহিন, উপজেলা যুবলীগের সদস্য আরিফ পাটওয়ারী, রাশেদ বেপারী, জসিম উদ্দিন ঢালী,উপজেলা ছাত্রলীগ নেতা গাজী আলী নেওয়াজ, সৈয়দ ইমতিয়জ আহমেদ সোহাগ, নূরে আলম পাটওয়ারী প্রমূখ।

Loading

শেয়ার করুন: