ফরিদগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

“মুছে দিয়ে যত দুঃখ, দৈন্য, দুর্দশা আর শোক-তাপ ঘা। সবাই মিলে ভাল থাকবো আর ভাল রাখবো আমাদের এই জগৎটা” এ স্লোগানে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে তরুণ প্রজন্ম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও শোল্লা স্কুল এন্ড কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের সার্বিক সহযোগীতায় ৫ শতাধিক মানুষের মাঝে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

২৪ মে সোমবার দিনব্যাপী শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উক্ত ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়।

এ সময় তরুণ প্রজন্ম সামাজিক ফাউন্ডেশন সেচ্ছাসেবীদের মধ্য উপস্থিত ছিলেন আবু সায়েদ, জান্নাত আক্তার, আরমান হোসেন, সাব্বির, মহসিন, রায়হান।

এ সময় শোল্লা স্কুল এন্ড কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈকত, রায়হাত, গোলাম রাব্বি, নাদিয়া প্রমূখ।

এ সময় সংগঠনের সদস্যরা জানায়, একঝাঁক উদ্যমী তরুণ্যের সমন্বয়ে চলতি বছর “তরুণ প্রজন্ম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন” যাত্রা শুরু করে। সংগঠন যাত্রার শুরু থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবার আস্থা ও ভালবাসায় পরিনত হয়েছে। এ সময় তারা সমাজের বৃত্তবানদের সহযোগীতা কামনা করেন ।

Loading

শেয়ার করুন: