ফরিদগঞ্জে সরকারি সড়কের গাছ কর্তণ

আবদুল কাদির:

চাঁদপুর ফরিদগঞ্জের গাজীপুর ধানুয়া সড়কের গাছ কর্তন করেন সুমন নামে জনৈক ব্যাক্তি।সড়েজমিনে দেখা সড়কের পাশে সুমন তার লোকজন নিয়ে গাছ কাটতেছে। সুমন’র কাছে গাছ কাটার কারন জানতে চাইলে সে জানায় সড়কের পাশের জমির মালিক আমিন সাহেবের স্ত্রীর কাছ থেকে সাড়ে তিনহাজার(৩৫০০) টাকায় ক্রয় করেন।

গাছ কাটার বিষয়ে উপজেলা বন কর্মকর্তা কাউছার আহমেদ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়;উক্ত গাছ তার(বন) বিভাগের না,এলজিইডির।

এল,জি,ইডি’র অফিস সহায়ক জহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় উক্ত গাছ কাটার বিষয়ে তার অফিস অবগত না।এদিকে আমিন সাহেবের স্ত্রীর সাথে কথা বললে তিনি জানান; আমি কারো কাছে গাছ বিক্রি করিনাই,কাউকে গাছ কাটতে বলিনি,কে আমার গাছ কাটে।
কিছুদিন আগে একই স্থান থেকে গাছ কাটার কারনে উপজেলা প্রসাশন ব্যাবস্থা নিয়েছিল।

স্থানীয়দের দাবী এভাবে একের পর গাছ কাটতে থাকলে পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে,বৃক্ষ নিধনকারীদের উপর কঠোর আইনী ব্যাবস্থা নানিলে তারা আরো ভয়ানক বিপর্যয় ঘটাবে। প্রসাশন একে অপরের দোষ দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নানিলে, বক্ষ নিধনকারীরা আরো ভয়াবহ হয়ে উঠবে।

Loading

শেয়ার করুন: