ফরিদগঞ্জে ২৫ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে

প্রতিকি ছবি

শওকত করীম:

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯-এর অংশ হিসেবে রোববার ২৫ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত ফরিদগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। ভোটার নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রমের সময় সূচী প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস।

তথ্যমতে আগামি ২৫ থেকে ২৭ আগস্ট ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২৮ থেকে ৩১ আগস্ট ২ নং বালিথুবা (পূবর্) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে, ১ ও ২ সেপ্টেম্বর ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে বাসারা উচ্চ বিদ্যালয়ে, ৩ থেকে ৫ সেপ্টেম্বর ৪ নং সুবিদপুর (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে, ৬ থেকে ৮ সেপ্টেম্বর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যলয়ে,৯,১১,এবং ১২ সেপ্টেম্বর ৬নং গুপ্টি (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যলয়ে,১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ৭নং পাইকপাড়া (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে,১৬ থেকে ১৮ সেপ্টেম্বর ৮নং পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে,১৯ থেকে ২১ সেপ্টেম্বর ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে,২২ থেকে ২৫ সেপ্টেম্বর ১০নং গোবিন্দপুর (দক্ষিন) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে,২৬ থেকে ২৯ সেপ্টেম্বর ১১নং চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে,৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে,৩ থেকে ৫ অক্টোবর ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে,৬,৭ এবং ৯ও১০ অক্টোবর ১৫নং রুপসা (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনে, ১১ থেকে ১৩ অক্টোবর ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন কার্যালয়ে। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলমান থাকবে।

এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে মধ্যে আগামি ১৪ অক্টোবর পৌরসভার ১নং (সকাল ১১.০০টা থেকে) ২নং (দুপুর ১.০০টা থেকে),১৫ অক্টোবর পৌরসভার ৩নং (সকাল ১১.০০টা থেকে) ৪নং (দুপুর ১.০০টা থেকে),১৬ অক্টোবর পৌরসভার ৫নং (সকাল ৯.০০টা থেকে) ৬নং (সকাল ১১.০০টা থেকে) এবং ৭নং (দুপুর ১.০০ টা থেকে),১৭ অক্টোবর পৌরসভার ৭নং (সকাল ১১.০০টা থেকে) ৮নং (দুপুর ১.০০টা থেকে) , ১৮ অক্টোরব পৌরসভার ৯নং ওয়ার্ডের (ভাটিয়ালপুর) সকাল ৯.০০টা থেকে এবং (চরকুমিরা ও মথুরারচর) দুপুর ১২.০০টা থেকে ভোটার হালনাগাদ পৌরসভা কার্যালয়ে শুরু হবে।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বাদপড়া ভোটারদের তালিকা ১৯ অক্টোবর (১,২,৩,৪,৫,৬,৭,৮ নং ইউনিয়ন), এবং ২০ অক্টোবর পৌরসভা (সকল ওয়ার্ড),৯, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৬ নং ইউনিয়ন ) ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে।

Loading

শেয়ার করুন: