ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মো:আবদুল কাদির:

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদ ব্যতিত ০৯টি সাধারণ ওয়ার্ড (পুরুষ) ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে। ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ৭ জানুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ নির্বাচন অফিস থেকে মেয়র পদে আওয়ামী লীগের ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে ০৯টি ওয়ার্ডে (পুরুষ) ০৯টি পদের বিপরীতে ১৪ জন কাউন্সিলর প্রার্থী আর সংরক্ষিত ৩টি নারী আসনে ৩টি পদের বিপরীতে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র মো. মাহফুজুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যথাক্রমে : ওয়ার্ড-১ (১, ২ ও ৩নং ওয়ার্ড) মহিলা কাউন্সিলর পদে প্রার্থী কুসুম, শাহিনা আক্তার। ওয়ার্ড-২ (৪, ৫ ও ৬নং ওয়ার্ডে) হাছিনা বেগম। ওয়ার্ড-৩ (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সেলিনা আক্তার যুথী।

সাধারণ ০৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন যথাক্রমে : ১নং ওয়ার্ডে মোস্তফা কামাল সুমন, মো. আক্তার হোসাইন, ২ নং ওয়ার্ডে মো. আবুল হাসেম, মো. সরোয়ার হোসেন, জাহিদ পাটওয়ারী, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ জায়েদ হোসেন, মোহাম্মদ মহসিন তালুকদার, ৪ নং ওয়ার্ডে মো. বিল্লাল, ৫ নং ওয়ার্ডে আবুল হাসান, শাহ জালাল, ৬ নং ওয়ার্ডে মাহাবুব আলম, মো. মজিবুর রহমান, ৮ নং ওয়ার্ডে জাকির হোসেন গাজী, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ রসু মিয়া, মো. সাজ্জাদ হোসেন টিটু।

উল্লেখ্যঃ আগামী ১৭ জানুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জানুয়ারী মঙ্গলবার যাচাই-বাছাই, ২৬ জানুয়ারী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ১৪ ফেব্রুয়ারী রবিবার ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

Loading

শেয়ার করুন: