বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল গত বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

ছাত্রসেনার জেলা সভাপতি আব্দুল্লাহ আল-আমিন সাকীর সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর দরবার শরীফের পীর সাহেব শায়খ আবু সুফিয়ান আল ক্বাদেরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেন রেজার সঞ্চালনায় জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা এদেশে ছাত্র রাজনীতির অন্যতম মডেল। দেশের যে কোনো পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মীরাই প্রথম মাঠে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আবদুর রাহীম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মোঃ ফখরুদ্দিন, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা হাফেজ মোঃ ওমর ফারুক। অনুগামী সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করে ডেলিগেটদের সম্মতিক্রমে ছাত্রনেতা মোঃ রিয়াজুল করিম বাছিমকে সভাপতি, মুহাম্মদ বাদরুদ্দোজাকে সিনিয়র সহ-সভাপতি এবং নূরে আলম ফরাজী সাধারণ সম্পাদক ও মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

Loading

শেয়ার করুন: