বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল : সুজিত রায় নন্দী

 

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, অপশক্তিরা পাকিস্তানি ধ্যান ধারণায় বাংলাদেশকে পরিচালিত করতে চেয়েছিল। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। 

মঙ্গলবার (৩০ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, করোনাকালে আপনারা দেখেছেন দেশের মানুষ বিনামূল্যে টিকা পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা সংকট মোকাবিলা করেছি। করোনা মহামারি মোকাবিলা করতে বিশ্বের উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছিল, তখন আমরা শেখ হাসিনার মেধা, দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শীতার কারণে দেশের সব কিছু সহনশীল রাখতে সক্ষম হয়েছি। ওই সময়ে মানুষকে একটু কষ্ট করে চলতে হয়েছে। কিন্তু একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যতে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আওয়ামী লীগকে আলাদা করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই।

জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাডভোকেট ইয়াহিয়া কিরণ, চাঁদপুর বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম গাজী, রেলওয়ে শ্রমিক লীগের নেতা বিপ্লব পাটোয়ারী প্রমুখ।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম ওহিদ আলোচনা সভা সঞ্চালনা করেন।

 

Loading

শেয়ার করুন: