বে‌দে ও হিজড়া সম্প্রদা‌য়ের মা‌ঝে চাঁদপুর জেলা পুলি‌শের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ক‌রোনভাইরাস প্র‌তি‌রো‌ধে সরকা‌রের নি‌র্দেশনার পর থে‌কে গৃহবন্ধী সকল শ্রে‌ণি পেশ‌ার মানুষ। গৃহবন্ধী সম‌য়ে অহসায় মানু‌ষের পা‌শে এসে দাড়া‌লো চাঁদপুর জেলা পু‌লি‌শ।

প্র‌তি‌দি‌নের ন্যায় ৪ এ‌প্রিল শ‌নিবার ১০ম দি‌নে দুপু‌রে শহ‌রের কয়লা ঘা‌টে ৮৫ জন হিজরা ও ২০০ বে‌দে প‌রিবা‌রের মা‌ঝে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে চাউল, ডাল, সাবান, লবন, তেল, পেয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জা‌হেদ পার‌ভেজ চৌধুরী ‌ব্রে‌কিং রি‌পোর্ট ২৪ ডটকম‌কে ব‌লেন, ক‌রোনাভাইরা‌সের এ দূ‌যোগ সম‌য়ে চাঁদপুর জেলা‌ পু‌লিশ সুপা‌রের তত্ত্বাবধা‌নে নিন্ম মধ্য‌বিত্ত গরীব, অসহায় মানু‌ষের মা‌ঝে জেলা‌ পু‌লিশ এক সপ্তা‌হের বাজার সরবরাহ কর‌ছে। এ‌টি সরকা‌রি কোন কোন সাহায্য নয় সমাজা‌রে যানা দানশীল ব্য‌া‌ক্তি‌ যারা ত্রাণ দি‌চ্ছেন তা‌তের সাথে জেলা পু‌লিশ সমন্বয় ক‌রে এ দুস্থ প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ দি‌চ্ছি। অামা‌দের এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জা‌হেদ পার‌ভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ না‌ছিম উ‌দ্দিন ও‌সি তদন্ত মোঃ হারুনুর র‌শিদ প্রমূখ।

Loading

শেয়ার করুন: