মতলবে আশ্রায়ন প্রকল্পে মুজিববর্ষের বিশেষ উঠান বৈঠক

আক্তার হোসেন:

মতলব দক্ষিণ উপজেলার চরপাথালিয়া আশ্রায়ণ প্রকল্পে ৫০ জন অসহায় মহিলাকে নিয়ে “মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

৬ জানুয়ারী বুধবার উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা মোসাম্মৎ তাছলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন।

এ ছাড়াও বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের এজিএম মোঃ শাখাওয়াত হোসেন,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খান,ফরেস্ট অফিসার মোঃ কামরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ কমারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান , মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ জনের মাঝে কম্বল,৫০ জনের মাঝে মুজিব বর্ষের ১৫০টি গাছ এবং বিদ্যুৎ লাইন নিশ্চিত করেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন তথ্যসেবা সহকারী রেশমা আক্তার ও কামরুন্নাহার।

Loading

শেয়ার করুন: