মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাঁই : গৃহবধু দগ্ধ

মেঘনাবার্তা রিপোর্ট :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিন ঠেটালীয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বসতঘরসহ মূল্যবান মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছে এক গৃহবধু।

ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামে ২৪ অক্টোবর রাত সারে ৮টায় এ দূর্ঘ ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মো. লনী বেপারীর ছেলে সিএনজি চালক মো. মজিব বেপারীর একটি বসতঘরসহ আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসময় মজিবের স্ত্রী রহিমা বেগমও দগ্ধ হয়।

ঐ দিন রাত ৮ টায় রহিমা বেগম রান্না করার সময় এ ঘটনা ঘটে। রহিমার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা আরো জানায়, সে সময় সময় এলাকায় বিদ্যুাৎ ছিলনা, এ জন্য এলাকার আশেপাশের ঘরবাড়ি এই বিপদ থেকে রক্ষা পায়।

ইউপি সদস্য সাংবাদিক গোলাম নবী খোকন ও ইউপি সদস্য আ. হালিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি মতলব থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা নাছির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা ভূমি অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী এবং স্থানীয় চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীকে অবহিত কর হয়।

Loading

শেয়ার করুন: