মতলবে বিধিনিষেধ না মানায় ট্রলারে বনভোজনের খাদ্য,মালামাল জব্দ ও জরিমানা

মো.আকতার হোসেন :

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে ট্রলারে বনভোজনের খাদ্য,মালামাল জব্দ ও দোকান মালিকসহ ৫ জনকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুলাই রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক সরকারি বিধি নিষেধ অমান্য করায় তাদেরকে এ জরিমানা প্রদান করেন।

জানা যায়,উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা এবং উচ্চস্বরে লাউড স্পিকার বাজানোর জন্য ট্রলারের প্রতিনিধি,ভাড়াকৃত লাউড স্পিকার দোকানের প্রতিনিধিসহ মোট পাঁচজনকে ০৫ টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত খাদ্য সামগ্রী স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি)সেটু কুমার বড়ুয়া,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেনসহ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন,বিধি নিষেধ চলমান অবস্থায় জনসমাগম করায় তাদেরকে জরিমানা করা হয়।এছাড়া সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: