মতলবে বিধিনিষেধ না মানায় ১৪ জনকে জরিমানা

আক্তার হোসেন:

কঠোর লকডাউন চলমান অবস্থায় সরকারের নির্দেশনা অমান্য করায় মতলব দক্ষিণে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ জুলাই বিকাল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

জানা যায়,দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সমগ্র দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের সরকারি নির্দেশ অমান্যকরণের অপরাধে মোট ১৪ টি মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো:খোরশেদ আলমসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: