মতলবে বিধিনিষেধ না মানায় জরিমানা

আক্তার হোসেন:

মতলব দক্ষিণের নায়েরগাওঁ বাজারে স্বাস্হ্য বিধি অনুসারে মাস্ক পরিধান না করা,স্বাস্থ্যবিধি না মানা,বাজারে বিভিন্ন দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

১০ মে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।

এ সময় অভিযানে পাঁচ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৩ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।অভিযানে বেশ কয়েকজনকে সচেতন,সতর্ক করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, রমজানে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি করা হয়। সকল ব্যবসায়ীকে রমজানে আরো দায়িত্বশীল ও মানবিক আচরণ করার জন্য অনুরোধ করা হয়। ২ জন কনফেকশনারি দোকান মালিক কে ভেজাল মাঠা বিক্রির অপরাধে জরিমানা করা হয়। ভেজাল ও নিম্নমানের মাঠা গুলো যথাযথ নিয়মে জব্দ করে তা জন সম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর জিএম খোরশেদ আলম,এস আই মোঃ কাউসার আলমসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি)নুশরাত শারমিন বলেন,চলমান করোনা পরিস্থিতিতে সকলকে বিধিনিষেধ মেনে চলার আহবান করা হয়। এছাড়া জনগনের জীবনমান রক্ষায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: