মতলবে ভ্রাম্যমাণ আদালতে জেল , ড্রেজার ও পাইপ জব্দ

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তিনটি গ্রামে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দসহ জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২ সেপ্টেম্বর বিকেলে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ রায় দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুর, নিচু জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন।অভিযানে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও, উত্তর বারগাঁও ও নাউজান গ্রামে ৬ টি ড্রেজার মেশিন সহ প্রায় ৫০০০ ফুট পাইপ জব্দ করা হয়। এছাড়া একজন ড্রেজার মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,এ ৭(সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও ফাহমিদা হক বলেন,বালু ও মাটি উত্তোলনের ফলে আশপাশের জমি ও বাড়ি এবং একইভাবে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে।পরিবেশ ও ফসলী জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: