মতলব উত্তরে আওয়ামী লীগের ২৬ নেতা বহিষ্কার

মতলব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী অর্থাৎ নৌকার বিপক্ষে কাজ করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপ ধারা মোতাবেক তাদের দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল। এ অবস্থায় তারা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবীর পরিচয় দিতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোহন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক ফারুক মাস্টার, সদস্য মো. ফেরদৌস আলম সরকার, মো. আনিছুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক মেম্বার, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দীপন।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবাইর আজম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু, সদস্য সাইফুল ইসলাম লিমন, কামাল হোসেন গাজী, ১ং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাজাহান, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মজিদ বেপারী (মধু)।

সুলতানাবাদ ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।

২১ নভেম্বর রোববার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের প্রেরিত চিঠির আলোকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আমরা মতলব উত্তর আওয়ামী লীগের ২৬ নেতাকে বহিষ্কার করেছি। আরও যেসব নেতাকর্মী দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।

Loading

শেয়ার করুন: